Don't Miss
Home / জাতীয় / আইন-আদালত / আবারো জামিন পেলেন না এমপি রানা

আবারো জামিন পেলেন না এমপি রানা

এমএনএ রিপোর্ট : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আবারো জামিন পাননি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। জামিন প্রশ্নে জারিকৃত রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এর আগে হাইকোর্ট রানাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। ওই রুলের শুনানি নিয়ে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রানার আইনজীবী এসএম আবদুল মবিন রুলটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় বলে জানান সহকারি অ্যার্টনি জেনারেল বশির আহমেদ।

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সদস্য ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনকে দায়ী করা হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়।

x

Check Also

অভিজিৎ হত্যা মামলার রায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড

এমএনএ সংবাদ ডেস্ক :  মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলার রায়ে  ৫ আসামিকে মৃত্যুদণ্ড ...