Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতি / বাজেট / করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব

করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব

এমএনএ অর্থনীতি রিপোর্ট :  মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে এফবিসিসিআই।

আজ রবিবার, ৩০ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ লিখিতে বক্তব্যে এ প্রস্তাব দেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)  আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা সোয়া ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছে।

তিনি বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমানে ২ লাখ ৫০ হাজার টাকা। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তা বৃদ্ধি করে ৩ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। ‘

তিনি আরও বলেন, ‘আয়কর বা প্রত্যক্ষ কর সামাজিক ন্যয়বিচার নিশ্চিত করে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মোট করের বেশিরভাগ প্রত্যক্ষ কর থেকে আদায় করে থাকে। বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত দক্ষিন এশিয়ার অনেক দেশের তুলনায় কম। মোট রাজস্ব আহরণে প্রত্যক্ষ করের অবদান মালয়েশিয়ায় ৭৫ শতাংশ, পাকিস্তানে ৩৭ শতাংশ, ভারত ৫৬ শতাংশ সেখানে বাংলাদেশ ৩০ শতাংশ। ‘

মাতলুব বলেন, ‘এ বছর ই-টিআইএনধারীর সংখ্যা ২৮ লাখ অতিক্রম করেছে। এদেরকে আয়কর রিটার্ন দাখিলের আওতায় এনে আয়কর খাত থেকে রাজস্ব বৃদ্ধিও প্রস্তাব করেছে। এতে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে। ‘

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘বাজেট কার্যক্রমে এফবিসিসিআই এর প্রস্তাব গুরুত্ত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ‘

x

Check Also

৪৭ বছরে বাজেটের আকার বাড়লো প্রায় ৬০০ গুণ

এমএনএ অর্থনীতি রিপোর্ট : ১৯৭১ সালে মাত্র ৪ হাজার ৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা ...