Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / অটোমোবাইল / তিন চাকার ইউনিক মোটরসাইকেল ‘নিকেন’ আসছে

তিন চাকার ইউনিক মোটরসাইকেল ‘নিকেন’ আসছে

এমএনএ সাইটেক ডেস্ক : বাহারি স্টাইলের বাইকের ভিড়ে এবার বাজারে আসছে তিন চাকার ইউনিক মোটরসাইকেল। এর নামকরণ করা হয়েছে ‘নিকেন’।
জাপানি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা আকর্ষণীয় তিন চাকা বিশিষ্ট মোটরবাইক ‘নিকেন’ প্রদর্শণ করেছে। খুব সহসাই এই স্পোর্ট বাইকটি বাজারে আসছে এমনটিই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা।
৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে তিন চাকার ইউনিক এই ৮৫০ সিসির বাইকটি প্রদর্শন করা হয়। লিনিং মাল্টি হুইলার (এলএমডব্লিও) প্রযুক্তির এই বাইকের নাম দিয়েছে প্রতিষ্ঠানটি ‘নিকেন’।
জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়।
প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডব্লিও প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিং এর সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভূতি প্রদান করবে।
ইয়ামাহা দাম এবং এই স্পোর্ট বাইকের বিষয়ে বিস্তারির তেমন কিছুই জানায়নি। তবে এই মোটরসাইকেলের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একটি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সকল তথ্য মিলানে ইআইসিএমএ শো’তে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
তিন চাকার মোটর সাইকেলের ধারণা এই প্রথম নয়। ইউরোপে পিয়াজ্ঞো এর এমপি৩ স্কুটার খুবই জনপ্রিয়।

x

Check Also

পৃথিবীর সবচেয়ে দামি সাইকেল!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : লাক্সারি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুগাত্তি পৃথিবীর সবচেয়ে দামি সাইকেল তৈরি করে ...