Don't Miss
Home / হোম স্লাইডার / দিনাজপুরে বাস উল্টে নিহত ৪, আহত ৪৫

দিনাজপুরে বাস উল্টে নিহত ৪, আহত ৪৫

জেলা প্রতিনিধি : দিনাজপুরে সদর উপজেলার গোবিন্দপুর পল্লীবিদ্যুৎ এলাকায় বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন।এক শিশু ছাড়া নিহত অন্যদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ

dinajpurআজ বুধবার দুপুর দুইটার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা এসকে পরিবহনের যাত্রীবোঝাই একটি বাস ঠাকুরগাঁও যাচ্ছিল। বাসটি দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছলে একটি ইজিবাইককে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন ৪৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ৩৩ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ : দিনাজপুর, বাস, নিহত, উল্টে, দিনাজপুরে
x

Check Also

সালমান খান

সালমানের বাড়ির সামনে গুলির দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে রবিবার ভোর ৫টা নাগাদ চার রাউন্ড ...