Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / পৃথিবীর দিকে সবেগে ছুটে আসছে অতিকায় গ্রহাণু

পৃথিবীর দিকে সবেগে ছুটে আসছে অতিকায় গ্রহাণু

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আকারে যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের চেয়েও বড় এক গ্রহাণু সবেগে ছুটে আসছে পৃথিবীর দিকে। মহাকাশবিজ্ঞানীরা একে উদ্বেগজনক পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। তাদের ভাষায়, এটি আমাদের পৃথিবীর জন্য ‘বিপর্যয়ের আলামত’ বহন করছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা গত বছরের নভেম্বর মাসে ‘২০১৭ ভিআর ১২’ (2017 VR12 ) নামের এই গ্রহাণুটিকে শনাক্ত করার পর থেকেই এর গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় খুব ভোরের দিকে অতিকায় প্রস্তরখণ্ড সদৃশ এই গ্রহাণুটি আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। ১,৫৪২ ফুট (৪৭০ মিটার) ব্যাসের এই গ্রহাণুটি ঘণ্টায় ২২,৬৮০ কিলোমিটার (১৪,০৯৩ মাইল) বেগে মহাশূন্যে ছুটে চলেছে।
পৃথিবীর খুব কাছ দিয়ে যাবার সময় এটি বিপর্যয়কর ঘটনার জন্ম দিতে পারে বলে মহাকাশবিজ্ঞানীদের কেউ কেউ আশঙ্কা করছেন। তাদের আশঙ্কার মূল কারণ এর আকারের বিশালতা। কোনো কারণে এটি পৃথিবীর ওপর বা কাছাকাছি আছড়ে পড়লে বড় ধরনের বিপদ হওয়া অসম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের মাইনর প্ল্যানেট সেন্টার (Minor Planet Center) নামের একটি মহাকাশসংস্থা এ আশঙ্কা প্রকাশ করেছে।
সবেগে ছুটে আসা এই গ্রহানুর কারণে পৃথিবী নামক গ্রহটি কতটা আশঙ্কার মধ্যে রয়েছে তা নিয়ে নাসার বিজ্ঞানীরা বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে আশার কথা বিজ্ঞানীরা যা শুনিয়েছে তা হলো এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে সেসময়টি হলো আজ থেকে ১৭৭ বছর পর। আর দূরত্ব থাকবে ১ কোটি ৪০ লক্ষ কিলোমিটার। অনেকেই এটাকে নিছক উদ্বেগ ছাড়া কিছুই ভাবছেন না।
এ ব্যাপারে কোনো কোনো জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এ থেকে ভয়ের কারণ খুব একটা নেই। পৃথিবীর ওপর এটির আছড়ে পড়ার আশঙ্কাও খুব একটা নেই। কেননা, এটি পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে কমপক্ষে তিনগুণ দূর দিয়ে যাবে। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখনও পৃথিবী থেকে এটি থাকবে ১ কোটি ৪০ লক্ষ কিলোমিটার দূরে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ‘নাসা’ হিসেব কষে বলেছে, আজ বুধবারের পর এটি আবারও পৃথিবীর কাছ দিয়ে যাবে। সেজন্য পৃথিবীকে কম করেও ১৭৭ বছর অপেক্ষা করতে হবে।
x

Check Also

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

নিবন্ধনহীন ফোন বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলক

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ গ্রহণে বিটিআরসিকে নির্দেশনা প্রদান ...