Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ভারত / ভারতে মাওবাদীদের গুলিতে ১২ পুলিশ নিহত

ভারতে মাওবাদীদের গুলিতে ১২ পুলিশ নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের ছত্তিসগড়ের সুকুমা জেলায় মাওবাদীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ১২ সদস্য নিহত হয়েছে।

আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়, আজ শনিবার ছত্তিসগড়ের সুকমা জেলার বনাঞ্চলে এ হামলায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

পরে মাওবাদীরা নিহত পুলিশ সদস্যদের অন্তত ১০টি বন্দুক এবং একটি রেডিও সেট নিয়ে গেছে বলেও জানা গেছে।

প্রাদেশিক রাজধানী রাইপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকাটিতে মাওবাদীরা অত্যন্ত সক্রিয়।

এদিকে ভেজি জেলায় নিরাপত্তা কর্মীদের ওপর চালানো আরেকটি চোরাগুপ্তা হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। খবর এনডিটিভির।

আহত নিরাপত্তা কর্মীদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সেখানে একটি নির্মাণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। মাওবাদীদের হামলার পর সেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা টিম পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় তিনি বলেন, খুব শিগগিরই এ নাশকতার সঙ্গে জড়িতদের পাকড়াও করে আইনের হাতে সোপর্দ করা হবে।

পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি বার্তা সংস্থা রায়টার্সকে বলেন, সুকমা জেলার যে এলাকায় হামলা হয়েছে সেখানে সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ সাইটের নিরাপত্তায় সেখানে প্রায় ১০০ সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছে।

টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনিয়ন মন্ত্রী রাজনাথ সিং এ হামলার নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মোদী টুইটারে বলেন, রাজনাথ সিং নিজে সুকমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে ২০১০ সালে ছত্তিসগড় জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা বোমা ও গুলিতে অন্তত ৭৫ পুলিশ নিহত হয়।

x

Check Also

চীন ভারত সীমান্তে আবার সংঘর্ষ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  সীমান্ত নিয়ে বিরোধের জেরে চীন এবং ভারতীয় সেনাদের মধ্যে আবারো সহিংসতার ...