Don't Miss
Home / বিনোদন / বলিউড / ‘মহেঞ্জোদাড়ো’র ট্রেলারে ইউটিউবে ঝড়

‘মহেঞ্জোদাড়ো’র ট্রেলারে ইউটিউবে ঝড়

এমএনএ বিনোদন ডেস্ক :  মুক্তি পেল ‘মহেঞ্জোদাড়ো’র ট্রেলার। আর সেই ট্রেলারই সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। ‘মহেঞ্জোদাড়ো’র ইতিমধ্যে ইউটিউবে ঝড় তুলেছে।

যে হেতু ছবিটি ঐতিহাসিক পটভূমিকায় তৈরি, তাই ছবিতে ভিজুয়াল এফেক্ট এবং সেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ছবির ক্ষেত্রে যথাযথ সেট বা ভিজুয়াল এফেক্ট তৈরি করা না গেলে ছবির ব্যর্থতা অনিবার্য।

Mahenjodaro‘মহেঞ্জোদাড়ো’ নির্মাণের ক্ষেত্রে এ দিকগুলোতে যথেষ্ঠ যত্ন নিয়েছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। যার ফলে, হলিউডের ছবি ‘মমি’, ‘স্কর্পিয়ন কিং’, ‘ট্রয়’ বা ‘গ্ল্যাডিয়েটর’-এর মতোই এই ছবিটির ভিজুয়াল এফেক্ট এবং সেট এক কথায় অসাধারণ।

এ ছাড়াও ছবিটির অ্যাকশন থেকে অভিনয় সবেতেই চমক রয়েছে। প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন এই সভ্যতা তিন মিনিটের ‘মহেঞ্জোদড়ো’র ট্রেলারে যেন এক টুকরো স্বপ্নের মতো হঠাত্ জীবন্ত হয়ে উঠছে সাইবার সভ্যতার দর্শকদের সামনে।

ঐতিহাসিক এই ছবিতে হৃত্বিক রোশন ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদী। ছবিতে হৃত্বিকের বিপরীতে রয়েছেন নবাগতা পূজা হেগে। ‘সরমন’ নামের একটি চরিত্রে দেখা যাবে হৃত্বিককে। এ বছরেরই ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে আশুতোষ গোয়াড়িকরের বহু প্রতিক্ষিত এই ছবিটি।

‘মহেঞ্জোদাড়ো’র ট্রেলার দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। অসংখ্য দর্শক এখন মুখিয়ে রয়েছেন ছবিটির মুক্তির অপেক্ষায়।

x

Check Also

এক লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন গৌরী খান

এমএনএ বিনোদন ডেস্ক : করোনার ভাইরাস মোকাবেলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ...