Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র / যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে হামলাকারী নিজেও। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ।

রয়টার্স জানায়, ওকলাহমা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম এলাকা ডানকানে একটি ওয়ালমার্ট স্টোরে গতকাল সোমবার সকালে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ড্যানি ফোর্ড জানান, নিহতদের দুই নারী-পুরুষ হামলার সময় পার্কিংলটে গাড়ির ভেতরে ছিলেন। সেখানেই তারা হামলার শিকার হন। তৃতীয় ব্যক্তি নিহত হন ওয়ালমার্টের সামনেই। এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ জানিয়েছে, দুই নারী-পুরুষকে হত্যার পর বন্দুকধারী নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন।

এর আগে গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ ১০ ব্যক্তির মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সময় রোববার রাতে অজ্ঞাত বন্দুকধারীরা বাড়ির পেছনের আঙিনায় পারিবারিক অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশ জানিয়েছে, এখনও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির উঠানে ফুটবল খেলা দেখছিলেন। সেই সময় আড়াল থেকে বন্দুকধারীরা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলা প্রায়শই ঘটে থাকে। তবে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...