Don't Miss
Home / হোম স্লাইডার / লন্ডনে ভারতীয় হাইকমিশনে পাকিস্তানীদের হামলা

লন্ডনে ভারতীয় হাইকমিশনে পাকিস্তানীদের হামলা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হামলা চালানো হয়। প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন।

খবরে বলা হয়, বিক্ষোভকারীরা লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়লে এক পর্যায়ে তারা হাই কমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, বোতল ও পাথর নিক্ষেপ করেন। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। এসময় তাদের কাছে কাশ্মীরের পাকিস্তান অংশের পতাকা দেখা গেছে। তারা ‘স্বাধীনতা’র দাবিতে স্লোগানও দেন। এর আগে ১৫ আগস্টও ভারতীয় হাইকমিশনের সামনে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল।

এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

তিনি একট টুইট বার্তায় লেখেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে লন্ডন পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।

টুইটারে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সমর্থন দেয় যুক্তরাজ্যের সবকটি পাকিস্তানি ও কাশ্মীরী সংগঠন।

এর আগে গত ১৫ আগস্ট লন্ডনে ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ করেন প্রায় ১৫ হাজার মানুষ।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওইদিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর।

সেখানে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। গৃহবন্দি করে রাখা হয়েছে সেখানকার রাজনৈতিক নেতাদের।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে লন্ডনে দেশটির হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...