Don't Miss
Home / হোম স্লাইডার / দ্বিতীয় ধাপের নির্বাচনে আ’লীগ ৪৪৪ ও বিএনপি ৬১

দ্বিতীয় ধাপের নির্বাচনে আ’লীগ ৪৪৪ ও বিএনপি ৬১

এমএনএ রিপোর্ট : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬২৮টির মধ্যে ক্ষমতাসীন আ’ লীগ ৪৪৪টি ও বিএনপি ৬১টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

১১৫টি ইউপিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ভোট হয়েছে।

Union-Parishad-Election

আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে ৬২৮টির ফল জানা গেছে। এ ধাপে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

ইসি কর্মকর্তারা জানান, আজ শনিবার পর্যন্ত ৫৯৫ ইউপির জয়ী চেয়ারম্যানদের প্রাথমিক ফলাফল ও কেন্দ্র স্থগিতের কারণে ১১ ইউপির আংশিক ফলাফল পাঠিয়েছেন মাঠ কর্মকর্তারা।

এতে আওয়ামী লীগ প্রার্থীরা ৪১১টি পদে জয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিদের নিয়ে এ ধাপে নৌকা প্রতীকে জয় পেয়েছন ৪৪৪ চেয়ারম্যান।

বিএনপি ৬১টি, স্বতন্ত্র ১১৫টি, জাতীয় পার্টি ৩টি, জেপি ২টি, জাসদ ২টি ও অন্যান্য দল ১টি ইউপিতে জয়ী হয়েছে।

নির্বাচনে ৫৯৫ ইউপিতে ৭৬ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে। এসব এলাকায় ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৭০ ভোটের মধ্যে ৮০ লাখ ৪৫ হাজার ৪৬০ জন ভোট দিয়েছেন।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...