Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতি / শেয়ারবাজার / সরকারকে ৬১ কোটি টাকা দিল বিএসইসি

সরকারকে ৬১ কোটি টাকা দিল বিএসইসি

এমএনএ অর্থনীতি রিপোর্ট : সরকারকে ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪০০ টাকা দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১৫-১৬ অর্থবছরের সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) BSEথেকে বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি বাবদ পাওয়া এ অর্থ দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়া চেকের তিনটির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

এ সময় বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. আবদুস সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিও ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪০০ টাকার তিনটি চেকের মধ্যে জমা দেয়া হয়। এর মধ্যে ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ২০০ টাকার, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ২০০ টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।

x

Check Also

সর্বাধিক দরপতন আন্তর্জাতিক শেয়ারবাজারে

এমএনএ অর্থনীতি রিপোর্ট : করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মারাত্মক প্রভাব পড়েছে ...