Don't Miss
Home / জীবনচর্চা / রূপচর্চায় গোলাপ জল কেন এতো জনপ্রিয়?

রূপচর্চায় গোলাপ জল কেন এতো জনপ্রিয়?

এমএনএ ফিচার ডেস্ক : প্রাচীন কাল থেকে আমাদের রূপচর্চায় একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে আছে ‘গোলাপ জল’। পুরানো সময়ে আমাদের দাদী-নানীরা গোলাপ পাপড়ির নির্যাস থেকে গোলাপ জল তৈরি করে ব্যবহার করেন। কিন্তু কালের বিবর্তনে সবকিছু এখন বদলে গিয়েছে। গোলাপ জল এখন বাজারেই পাওয়া যাচ্ছে। দেশেবিদেশে নামীদামী বিভিন্ন ব্র্যান্ডের গোলাপ জল পাবেন আপনি খুব সহজেই।

তবে গোলাপ জল কেন এতো জনপ্রিয়? চলুন জেনে আসা যাক এর কিছু পরিচিত গুণাবলী সম্পর্কে:

গোলাপ জল অ্যান্টি-ইনফ্লেমেটরি:
সোজা বাংলায় বলতে গেলে গোলাপ জল অনেকটা হালকা দূষণ নাশক পদার্থ হিসেবে কাজ করে। ত্বকের ব্রণ, অ্যালার্জি ও খোসপাঁচড়া রোধে বেশ কার্যকর গোলাপ জল।

অ্যাস্ট্রিনজেন্ট:
গোলাপ জল অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। গোলাপ জল আমাদের ত্বকের ক্যাপিলারিসকে শক্ত করে এবং লালচে ভাব কমায়।

সুগন্ধী:
গোলাপ জলের মোহনীয় সুগন্ধের জন্য এটি বিভিন্ন ফেশিয়াল ও স্পাতে ব্যবহৃত হয়। এটি আমাদের ত্বককে চকচকে করার পাশাপাশি নমনীয় করে।

দুশ্চিন্তা কমায়:
গবেষণায় প্রমাণিত হয়েছে যে গোলাপ জল দুশ্চিন্তা ও বিরক্তির প্রভাব কমিয়ে আমাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল করে তোলে।

কীভাবে ব্যবহার করবেন?
* স্প্রে বোতলে ভরে খুব সহজেই ব্যবহার করতে পারেন গোলাপ জল। পরিষ্কার করে মুখ ধুয়ে নিজেকে সতেজ করে তুলুন। এমনকি মেকআপ করার পরেও গোলাপ জল ব্যবহার করতে পারেন।
* ক্লেনজার হিসেবেও গোলাপ জল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে রাতে শোবার আগে তুলোর বল গোলাপ জলে চুবিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন।
* ‘রোজ টি’ পান করতে পারেন আপনি। এটি আপনাকে ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত করে তুলবে।

x

Check Also

ঘুম

কম ঘুমালে শরীরে জটিল রোগ দানা বাঁধতে পারে

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ ঘুম সবারই কমবেশি প্রিয়। কিন্তু এই ঘুমই দুর্লভ হয়ে ওঠে কারও কারও ...