Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / পাকিস্তান / মন্ত্রিসভার ২১ সদস্য চূড়ান্ত করলেন ইমরান

মন্ত্রিসভার ২১ সদস্য চূড়ান্ত করলেন ইমরান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্ত্রিসভার ২১ সদস্যের নাম চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

গতকাল শনিবার ইমরান খানের দল পিটিআই মন্ত্রিসভার ২১ সদস্যের নাম ঘোষণা করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

একইদিন স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ইমরান খান। শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করে পিটিআই।

আগামীকাল সোমবার মন্ত্রিসভার নতুন সদস্যরা দেশটির প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সাদরে শপথগ্রহণ করবেন বলে জানা গেছে।

পিটিআইয়ের ঘোষণা করা মন্ত্রিসভার ২১ সদস্যের মধ্যে ১৬ জনের মন্ত্রণালয়ের নাম ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে।

দেশটির ১৮তম সংবিধান সংশোধনী অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য জাতীয় পরিষদ ও সিনেটের মোট সদস্যের ১১ শতাংশের বেশি হবে না।

এদিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রাজনীতিবিদ আরিফ আলভীকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন পিটিআই প্রধান ইমরান খান।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় প্রার্থী ইমরান খানের দল পিটিআই।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...