Don't Miss
Home / খেলাধূলা / ক্রিকেট / টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং।

চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রির ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।

প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। সেই লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। অভিষেকে শূন্য রানে ফেরা টপ অর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি টিকে গেছেন একাদশে।

তবে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে চায় দ্বিতীয় ওয়ানডেতে। বাঁচা-মরার ম্যাচে জিতে সিরিজে টিকে থাকতে সিনিয়রদের কাছ থেকে বড় রান চায় জিম্বাবুয়ে।

একটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলে। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা।

জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা সর্বশেষ ১১ ম্যাচে কোন জয় পায়নি। এছাড়া চট্টগ্রামের মাঠে তারা জয়ের স্বাদ পায়নি কখনো। এবার তাই তাদের সিরিজ বাঁচানোর লক্ষ্য। আর সেই লক্ষ্যে তারা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি মাশরাফি বিন মুর্তজার দলের সামনে। ২০১৪ সালে ৫ ম্যাচের সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশড করেছিল তারা। পরের বছর ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে।

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা নবম সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...