Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন মন্ত্রিপরিষদে ঠাঁই হলো না যেসব মন্ত্রীর

নতুন মন্ত্রিপরিষদে ঠাঁই হলো না যেসব মন্ত্রীর

এমএনএ রিপোর্ট : শেষ পর্যন্ত নতুনেই আস্থা রাখলেন মন্ত্রিসভা গঠনে। চমকই দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চমকিত নতুন মন্ত্রিপরিষদে ঠাঁই হয়নি গতবারের অনেক জাদরেল মন্ত্রীরও।  এই মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে আগামীকাল সোমবার- যেখানে মন্ত্রিসভায় থাকা সিনিয়র মন্ত্রীদের অধিকাংশই বাদ পড়েছেন। এর বদলে নবীনদের ওপরই বেশি আস্থা রেখেছেন টানা তিনবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঠাঁই মিলেছে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়েকজন তরুণ নেতারও।

নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন তাদের এরই মধ্যে ফোন করে জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিসভায় কারা থাকছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ রবিবার বিকেল ৫টায় তা সংবাদ সম্মেলনে জানান। তালিকায় স্থান পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভায় থাকছেন ৪৭ জন। এখানে ২৪ পূর্ণ মন্ত্রীর ৯ জনই নতুন মুখ। এর আগে দায়িত্ব পালন করেছেন এমন তিনজনকে ফিরিয়ে আনা হয়েছে পূর্ণ মন্ত্রী হিসেবে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জনই নতুন। উপমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তিনজনই প্রথমবার স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।

অন্যদিকে বিদায়ী মন্ত্রিসভা থেকে ৩৬ জন বাদ পড়েছেন নবগঠিত মন্ত্রিসভায়। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী।

সিনিয়র মন্ত্রিদের যারা বাদ পড়েছেন তারা হলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎসমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী এ. কে. এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। মন্ত্রীদের মধ্যে টেকনোক্রাট দুই মন্ত্রী নুরুল ইসলাম ও মতিউর রহমান ভোটের আগেই পদত্যাগ করেন।

নবগঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়া দুই উপমন্ত্রী হলেন পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়।

মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- তাজুল ইসলাম, ড. আবদুর রাজ্জাক, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, ডা. দীপু মনি, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ, ড. আবুল মোমেন, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, টিপু মুনশী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আশরাফ আলী খান খসরু, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ চৌধুরী।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...