তরুণ লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গঠন
Posted by: News Desk
জানুয়ারি ২৩, ২০১৯
এমএনএ জেলা প্রতিনিধি : প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০০১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
ইমানুজ্জামান ( পল্লব) কে সভাপতি, রাজিব চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত ১৬/০১/২০১৯ ইং বুধবার, আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব আয়বুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব জি এম সফিউল্লাহ্ স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী তিন মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী তরুণ লীগের কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত কমিটিকে নির্দেশনা দেয়া হয়।
গঠন জেলা তরুন ব্রাহ্মনবাড়িয়া লীগের শাখা ২০১৯-০১-২৩