Don't Miss
Home / জাতীয় / ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ রিপোর্টঃ দেশজুড়ে আলোচিত ক্রসফায়ারের পক্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘মাদকবিরোধী অভিযানে কেবল আত্মরক্ষার্থেই গুলি ছুঁড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুশীল সমাজের অনেকেই সমালোচনা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি নিরপরাধদের ক্রসফায়ারের নামে হত্যা করছে।’ মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না।’

শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার বিজি প্রেস মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গেলে যখন অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া হচ্ছে তখনই আত্মরক্ষার্থে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে হত্যার উদ্দেশ্যে নয়।’

প্রসঙ্গত, গত বছরের মে হতে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে ক্রসফায়ারে কয়েক শ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। তার মধ্যে কিছু মৃত্যু দেশে-বিদেশে মানবাধিকার কর্মীদের কাছে সমালোচিত হয়েছে।

‘মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে’ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।’

কঠোর শাস্তির বিধান রেখে সরকার নতুন আইন করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ব্যবস্থা নেবে।

বর্তমানে কারাগারগুলোতে ৩৫ হাজার ধারণ ক্ষমতার জায়গায় ৯৫ হাজার বন্দী রয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের মধ্যে বেশিরভাগই মাদকের বিভিন্ন মামলায় আটক হয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এখন আর ঠুটো জগন্নাথ নেই। জনবল দ্বিগুন করেছেন ৩২২২ জন জনবল করা হয়েছে। আগে কখনো পায়ে হেঁটেও মাদকবিরোধী অভিযানে যেতো কর্মকর্তারা। এখন প্রত্যেক জেলায় কর্মকর্তাদের জন্য গাড়ি দেয়া হয়েছে। যে কারণে কাজে গতি ফিরেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোসাদ্দেক মো. আবুল কালাম, কাউন্সিলর মুন্সি কামরুজ্জামান কাজল, মনো চিকিৎসক মোহিত কামাল, মানসের অধ্যাপক অরুপ রতন চৌধুরী।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানুষকে ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপি দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ ...