Don't Miss
Home / হোম স্লাইডার / অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে – ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান
অনন্ত আম্বানি

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে – ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান

এমএনএ ফিচার ডেস্কঃ ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে যে রাজকীয়ভাবে উদযাপিত হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনেই তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বেশ বিলাসিতায় মোড়া।

প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কী হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্ট বলছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ। মেয়ে ইশার বিয়েতেও এত রুপি খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০-৮০০ কোটি রুপি খরচ হয়েছিল।

প্রায় এক বছর ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। শুক্রবার (১২ জুলাই) শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা সেন্টারের (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে শুক্রবার সম্পন্ন হয় আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরপর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উৎসব উদযাপন হবে। আর ১৪ জুলাই হবে রিসেপশন পার্টি।

কয়েক মাস ধরে জমকালো উদযাপনের পর মুম্বাইয়ে শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সেলিব্রেশন অব হার্টস’ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার। বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরও কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।

এই ‘মহাবিবাহ’ অনুষ্ঠানে হাজির থাকছেন দেশ-বিদেশের নামি তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

পৃথিবীতে এত বড় বিয়ের আয়োজন আগে হয়েছে কি না, তা সঠিকভাবে জানা যায় না। এর আগে আলোড়ন তুলেছিল যুবরাজ চার্লস ও ডায়ানার বিয়ে। ১৯৮১ সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং যুবরানি ডায়ানার বিয়ে, গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ বলে মনে করা হয়। রাজপরিবারের বিয়ে। তাই আক্ষরিক অর্থেই রাজকীয় ছিল।

চার্লস এবং ডায়ানার বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় ৩০০০ অতিথি। তবে বিয়ের অনুষ্ঠান টিভিতে সম্প্রচারিত হওয়ায় ৭৪টি দেশের প্রায় ৭৫ কোটি নাগরিক সাক্ষী থাকতে পেরেছেন ঐতিহাসিক মুহূর্তের।

সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জায় বিয়ে হয়েছিল চার্লস এবং ডায়ানার। বিয়েতে ডায়ানা যে গাউন পরেছিলেন, তা পুরোটাই মুক্তার তৈরি। প্রায় ১০ হাজার মুক্তো বসানো গাউনে। বিয়েতে প্রায় ২৭টি কেক কাটা হয়েছিল। রাজপরিবারের বিয়ের খরচ নির্দিষ্ট অংকে বাঁধা মুশকিল। তাই নির্দিষ্ট অংকে বিয়ের খরচ প্রকাশ্যে আসেনি। তবে বিয়ের আয়োজনের খরচ নিয়ে অনুমান করতে বাধা নেই।

x

Check Also

ওলামা

জনদুর্ভোগের কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ করলো ওলামা মাশায়েখরা

এমএনএ জাতীয় ডেস্কঃ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ ...