Don't Miss
Home / বিনোদন / বলিউড / অবশেষে সুলতান-এর নায়িকা আনুশকা

অবশেষে সুলতান-এর নায়িকা আনুশকা

এমএনএ বিনোদন ডেস্ক : অবশেষে সালমান খানের ২০১৬ সালের সবচেয়ে বড় চমকের ছবি সুলতান-এর কেন্দ্রীয় নায়িকা হিসেবে ঘোষণা করা হলো আনুশকা শর্মার নাম। তিনি হচ্ছেন ইয়াস রাজ ফিল্মসের পরবর্তী নায়িকা।

সালমান খানের ‘সুলতান’ ছবির জন্য অডিশন পর্যন্ত নিয়েছেন পরিচালক আব্বাস জাফর। দীপিকা পাড়ূকোন, কঙ্গনা রানাউত, কৃতি শ্যানন, পরিণীতা চোপড়া, নার্গিস ফাখরি, শ্রদ্ধা কাপুর, অদিতি রাও হায়দারিসহ অনেক নায়িকার নাম ছিল এ তালিকায়।

কয়েক মাস আগেও সুলতানের নায়িকা হিসেবে আনুশকার নাম ঘোষণা হওয়ার পর স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি। কিন্তু ইয়াস রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মা গতকাল টুইটারে রেসলিং-নির্ভর ‘সুলতান’ ছবির জুটি হিসেবে সালমান-আনুশকার নাম প্রকাশ করেন। টুইট করে ভক্তদের এ খবর নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী আনুশকাও। শুধু তা-ই নয়, গত এক মাস কারজাতে এর দৃশ্য ধারণেও তিনি অংশ নিয়েছেন বলে জানান।

Salman-Anuska

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘সুলতান’। এ প্রতিষ্ঠানের ‘রব নে বানা দি জোড়ি’র (শাহরুখ খান) মাধ্যমে বলিউডে পথচলা শুরু হয় আনুশকার। এরপর থেকে যশরাজের নিয়মিত নায়িকা হয়ে ওঠেন তিনি। এর আগে আমির খান (পিকে) ও শাহরুখ খানের সঙ্গে কাজ করলেও সালমানের নায়িকা হিসেবে এবারই প্রথম পর্দায় আসবেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিন খানের সঙ্গেই কাজ করা বলিউডের সমসাময়িক অভিনেত্রী হিসেবে কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের পাশে লেখা হচ্ছে তার নাম।

এদিকে যশরাজ ফিল্মসের সঙ্গে সালমান এর আগে ‘এক থা টাইগার’ ছবিতে কাজ করেছিলেন। সেটি কবির খান পরিচালনা করলেও ‘সুলতান’-এর পরিচালক আলি আব্বাস জাফর।

এক কুস্তিগীরকে ঘিরেই ‘সুলতান’-এর গল্প। ২০১৬ সালের সবচেয়ে বড় বাজেটের ছবির মধ্যে অন্যতম ভাবা হচ্ছে এটাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে। একই দিন শাহরুখের ‘রায়ীস’ও মুক্তি পাওয়ার কথা

x

Check Also

এক লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন গৌরী খান

এমএনএ বিনোদন ডেস্ক : করোনার ভাইরাস মোকাবেলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ...