এমএনএ বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনয় শিল্বী আবুল হায়াতের আজ জন্মদিন। ৭৬ পেরিয়ে ৭৭ এ পা রেখেছেন তিনি।
১৯৪৪ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত।
১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে টিভিপর্দায় পা রাখেন তিনি। আলোচনায় এসেছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত প্রচুর নাটকে অভিনয় করে। ‘মিসির আলি’ তাঁর একটি স্মরণীয় চরিত্র।
দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালক ও সাহিত্যিক হিসেবেও সফলতা পেয়েছেন এই অভিনেতা। এম এনএ পরিবারের পক্ষ থেকে এই বরেণ্য শিল্পীকে জন্মদিনের অভিনন্দন।