এমএনএ সংবাদ ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলা ২০২১ আয়োজনের জন্য তিনটি তারিখ প্রস্তাব করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এগুলো হলো ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ। এর মধ্যে একটি দিন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে অন্য একটি তারিখ নির্ধারণ করে দিতে পারেন। বইমেলা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য জানিয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইমেলা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজ আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বইমেলা সরাসরিই হবে। ভার্চুয়াল হবে না। আমরা এখনও দিন-তারিখ নির্ধারণ করতে পারিনি। এ বিষয়ে আলোচনা চলছে। আমরা প্রধানমন্ত্রীর মতামত নেবো। কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলেই মেলা আয়োজন করবো।’
মার্চ মাসে মেলা আয়োজন করলে ঝড়-বৃষ্টির ভোগান্তি তৈরি হতে পারে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রীর আশ্বাস, ‘দুর্ভোগে যেন পড়তে না সেরকম অবকাঠামো তৈরি করবো।’
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী উল্লেখ করেন, ‘প্রস্তাবে থাকা প্রথম তারিখ অর্থাৎ আগামী ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর। তিনি সম্মতি জানালে আমরা বিশেষ ব্যবস্থাপনায় মেলা শুরু করবো। সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও এই আয়োজনের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয় বিশেষভাবে যুক্ত আছে।’
মেলার তারিখ চূড়ান্ত না হওয়ায় কিছুটা হতাশ অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম। সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করেছিলাম, আজ মেলার জন্য একটি তারিখ নির্ধারণ হবে। আমাদের জানানো হয়েছে, মন্ত্রণালয় থেকে তারিখ নির্ধারণের এখতিয়ার নেই। তারা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা পাঠাবেন। আমরা প্রকাশকরা মনে করছি, বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে ও স্বাস্থ্যবিধি মেনে মার্চ মাসে মেলা হলে ভালো।’