Don't Miss
Home / হোম স্লাইডার / আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পাবে আজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পাবে আজ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিনক্ষণ ঠিক হয়েই আছে। দলগুলোও ইতিমধ্যে পৌঁছে গেছে আরব আমিরাতে। শুরু হয়েছে অনুশীলন। কিন্তু এখনো মেলেনি আসরের পূর্ণাঙ্গ সূচি। তবে এ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আইপিএলের চলতি বছরের আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে আরব আমিরাতে আইপিএলের চলতি আসর অনুষ্ঠিত হলেও করোনা পিছু ছাড়েনি টুর্নামেন্টটির। সম্প্রতি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের দুই খেলোয়াড়সহ ১৩ জনের করোনা আক্রান্ত হবার খবর জানা গেছে। এছাড়া করোনার কারণে কেউ কেউ এবারের খেলা থেকে বিরত থাকছেন।

১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে এবারের টুর্নামেন্টের। আরব আমিরাতের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। দুবাই, আবুধাবি এবং শারজায় গড়াবে এবারের খেলা।

x

Check Also

পেঁয়াজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

এমএনএ অর্থনীতি ডেস্কঃ পেঁয়াজ আমদানিতে সরকারের ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ৩১ ...

Scroll Up
%d bloggers like this: