Don't Miss
Home / রাজনীতি / আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল ও ইসি পুনর্গঠনের দাবি জানালো এনসিপি
এনসিপি

আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল ও ইসি পুনর্গঠনের দাবি জানালো এনসিপি

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের সময় করা সব নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার(২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণার বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান তাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “আমরা বলেছি প্রধান উপদেষ্টা যেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে যান। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেন।” প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন এবং মনে করেন যে, চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে।

এনসিপি প্রধান আরও জানান, তারা পূর্ববর্তী সরকারের সময়ের নির্বাচনগুলোকে ‘অবৈধ’ ঘোষণার দাবি জানিয়েছেন এবং স্থানীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সরকারে কাছে সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ চেয়েছেন।

বিএনপি কর্তৃক দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবিকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...