Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / আজ সৌদি আরব, আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ঈদ
সৌদি আরব

আজ সৌদি আরব, আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ঈদ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (২ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সৌদি প্রেস এজেন্সি জানায়, যেসব দেশে ২ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে সেসব দেশে ১ মে ৩০টি রোজা পূর্ণ হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক টুইট বার্তায় জানায়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, কুয়েত, বাহরাইন, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবানন, মিশর, সুদান এবং তুরস্কেও আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপন করে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই পবিত্র মাসটি ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়ে থাকে।

এদিকে, বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ রোজা পালন শেষে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববারর মাগরিব নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...