এমএনএ বিনোদোন ডেস্ক : হালের জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে শীর্ষে আছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ভাষার ভিন্নতা থাকায় নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে দ্রুত। কাজল আরিফিনের নির্মাণ ও রচনায় নাটকটির তৃতীয় সিজন শেষ হওয়ার পর চতুর্থ সিজন অনেক বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল।ব্যাচেলর পয়েন্ট কখন আসবে তা নিয়ে অনেক লুকোচুরিও করেছেন এই নাটকের সকল কলাকুশলীরা। তবে অবশ্যই তা বড় একটি সারপ্রাইজ দেওয়ার জন্যই এমনটাই জানালেন নাটকের নির্মাতা কাজল আরিফিন অমি।
সকল অপেক্ষার অবসান করে রোববার সকালে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ব্যাচেলর পয়েন্ট টিম। আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। সাথে একটি থিম সং রিলিজ দেওয়া হয়েছে।
এবারের সিজনে নতুন করে দু’জন শিল্পী যুক্ত হয়েছেন। তারা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে তাদের কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনই জানাতে নারাজ নির্মাতা। নাটকেই দর্শকরা সেটা জানতে পারবেন নাটকটি প্রচারের সময়।
এছাড়া আগের সিজনগুলোর অনেকেই থাকছেন না এবারের সিজনে। এবারের ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।২০১৮ সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটির প্রথম পর্বের প্রচার শুরু হয়। নাটকটির বিভিন্ন সময় চরিত্র এবং গল্প পরিবর্তন হয়েছে।