এমএনএ বিনোদন ডেস্কঃ নাবিলা ইসলাম। ১০ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহন করেন চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। বাবা মনজুরুল ইসলাম ও মা নাসরিন ইসলাম। তিনবোনের মধ্যেই তিনিই বড়। বাকীরা হলেন দিয়া ও তুলতুল।
প্রথম কাজ ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি লিটল অ্যাঞ্জেল আই অ্যাম। কাছের বন্দুর মধ্যে রয়েছেন ঐতি, কামারন, শাম্মী ও তার বোনেরা। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ডক্টর খাস্তগীরি গার্লস গভঃ হাই স্কুল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে।
অভিনয় ছাড়া তিনি ভালো উপস্থাপনা ও আবৃত্তি করতে পারেন। তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। প্রিয় সিনেমা আয়নাবাজি, থ্রি ইডিয়েটস, ফাস্ট এন্ড ফিউরিয়াস ও ফাইনাল ডেস্টিনেশন। প্রিয় ব্যাক্তিত্ব বাবা-মা। প্রিয় বই হুমায়ূন আহমেদ এর সকল লেখা বই।
প্রিয় খাবার যে কোন ধরনের মাছ। প্রিয় রং সাদা-কালো। প্রিয় স্থান পরিবারের সঙ্গে যে কোন জায়গাতেই থাকতে ভালো লাগে।
সেই নাবিলাই বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি শব্দ অপচয় করতে চাই না, কারণ আমার চোখই অনেক কথা বলে।’