Don't Miss
Home / হোম স্লাইডার / আ.লীগ প্রার্থী হাকিম শৈলকুপা উপ-নির্বাচনে বিজয়ী
শৈলকুপা

আ.লীগ প্রার্থী হাকিম শৈলকুপা উপ-নির্বাচনে বিজয়ী

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম. আব্দুল হাকিম আহমেদ। ২ লাখ ৯৬ হাজার ৬৫৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৬৬১ ভোট। রোববার ৩১ জুলাই রাত ৯টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহা. আ. ছালেক।

সে সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদসহ গণমাধ্যমকর্মী ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মোহা. আব্দুস ছালেক জানান, নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা (মন্নু) পেয়েছেন ১৪ হাজার ১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৯২৯ ভোট।

বিজয়ী প্রার্থী এম. আব্দুল হাকিম আহমেদ জানান, এ বিজয় জনগণের বিজয়। আমার বিজয়কে শৈলকুপাবাসীর প্রতি উৎসর্গ করলাম।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘১২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ২৮ শতাংশ। কোনও প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...