এমএনএ ‘জানা অজানা ’ ডেস্ক : এমন কোন জায়গার নাম কি আমরা শুনেছি যেখানে মসজিদ আর মন্দির একসাথে আছে !
লালমনিরহাট পৌরসভার সাপটানা মৌজার কালীবাড়িতে একই একই উঠানে মসজিদ মন্দির অবস্থিত। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনবদ্য এক নিদর্শন এ মসজিদ ও মন্দির। এই নিদর্শনটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কতটা অটুট!
ঊনবিংশ শতাব্দীর শেষের দশকে এখানে একটি কালীমন্দির প্রতিষ্ঠিত হয় কেদার মাহেশ্বরী নামে জনৈক মারওয়ারীর উদ্যোগে। মন্দিরে রাধা-কৃষ্ণের প্রতিমা এবং শিব লিঙ্গ সহাপন করা হয়। পরে মন্দিরটি সম্প্রসারিত করে রাধা-কৃষ্ণের প্রতিমা ও শিব লিঙ্গ এর জন্য আলাদা ঘর নির্মাণ করা হয়। কালী মন্দিরের কারণে এলাকাটি ধীরে ধীরে কালীবাড়ী নামে পরিচিতি লাভ করে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে অটুট করতে বাংলা ১৩০৭ সালে স্থানীয় উদ্যোগে জনৈক আসান উল্লা দালালের তত্ত্বাবধানে মন্দিরের পাশে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। মসজিদটি দোতলা করা হয় ১৯৬৫ খ্রিষ্টাব্দের পরে। মন্দির ও মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই স্বাভাবিক ভাবেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এলাকার ধর্মভীরু উভয় সম্প্রদায়ের লোকজন তা ব্যবহার করে আসছে স্বাভাবিক ভাবে। জানা যায়, পাশাপাশি অবস্থিত মন্দির ও মসজিদদ্বয় নিয়ে উভয় সম্প্রদায়ের লোকজনের মাঝে আজও কোন দ্বন্দের সৃষ্টি হয়নি। মন্দিরে যথারীতি পূজার পাশাপাশি প্রতি বছর দূর্গা পূজা ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয় এবং মেলা বসে। অন্যদিকে মসজিদেও প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শ্রক্রবার জুম্মার নামাজ আদায় হয়। এছাড়াও ইসলামী জলসা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনবদ্য এক নিদর্শন এই মন্দির ও মসজিদ। আজও সুন্দর ভাবেই পালিত হচ্ছে দু ধর্মের কার্যক্রম।