Don't Miss
Home / হোম স্লাইডার / এফবিসিসিআইয়ের সাথে তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক
তুরস্কের বিনিয়োগকারীদের

এফবিসিসিআইয়ের সাথে তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : বাংলাদেশে  তৈরি পোশাক, খাদ্যপণ্য, প্রক্রিয়াজত শিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের আহবান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। আজ ( ২৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।

এসময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। তখন শুল্কমুক্ত সুবিধা বন্ধ হলেও পণ্যের ন্যায্য দাম পাওয়ার অনেক সুযোগ তৈরি হবে।তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট যায়গা। আমাদের একটি বড় বাজার রয়েছে । এখানে বিনিয়োগ করলে ব্যাবসায়ীরা রফতানি করার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও ভালো দাম পেতে পারেন।

এসময় তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান হুলিয়া গেডিক বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যাবসা বাড়ানোই তুরস্কের লক্ষ্য। পারস্পরিক সহায়তা বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ২ বিলিয়ন ডলারে বৃদ্ধি করা সম্ভব ।এসময় উভয় দেশের শক্তিশালী ও সম্ভাবনাময় খাতে পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন অনুষ্ঠানে উপস্থিত ব্যাবসায়ী নেতারা।
x

Check Also

মার্কিন পররাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: মার্কিন পররাষ্ট্র দপ্তর

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ...