Don't Miss
Home / জাতীয় / কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে নিহত ৬
কোটা

কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে নিহত ৬

এমএনএ জাতীয় ডেস্কঃ সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন। এছাড়াও দেশজুড়ে আহত হয়েছেন আরও প্রায় ৩ শতাধিক।

মঙ্গলবার ১৬ জুলাই সংঘর্ষ চলাকালীন ঢাকা কলেজ ও সিটি কলেজের সামনে দুই যুবক নিহত হন। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকা কলেজ সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুই যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের সারা শরীর রক্তাক্ত ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে বিকেল ৩টা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধরে চলা সংঘর্ষে তিনজন নিহত হন।

নিহতরা হলেন— চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং ওয়ার্কশপ কর্মচারী ফারুক। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায় আর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়। আরেক জনের নাম ফিরোজ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন পথচারী, অপরজন ছাত্র। নিহত ছাত্রের শরীরে আঘাত নেই। পথচারীর শরীরে আঘাত রয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।

এছাড়াও সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছে বলে শুনেছি তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।

x

Check Also

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ...