Don't Miss
Home / হোম স্লাইডার / গরুর মাংস খাওয়ায় ভারতীয় খেলোয়াড়েরা নতুন বিতর্কে

গরুর মাংস খাওয়ায় ভারতীয় খেলোয়াড়েরা নতুন বিতর্কে

এমএনএ খেলাধূলা ডেস্ক : মেলবোর্নের রেস্টুরেন্টে খেতে যাওয়া ভারতের পাঁচ ক্রিকেটারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন নভলদীপ সিংহ নামের এক ভক্ত। ভিডিওতে বিপাকে পড়েছেন রোহিত শর্মা, শুভমন গিলসহ সিডনি টেস্টের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার। অপরাধ করোনা প্রটোকল ভাঙা। সেইসঙ্গে এবার যোগ হল নতুন বিতর্ক! সেদিন রেস্টুরেন্টে গরুর মাংস খাওয়া নিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েছেন তারা।
রোহিত শর্মা, পৃথ্বী শ, রিশভ পান্ট, নভদীপ সাইনি ও শুভমন গিলরা যখন রেস্টুরেন্টে বসে ছিলেন, সেখানে নভলদীপ সিং নামের ওই ভক্ত তাদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে, নিজে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উল্টো রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে শোধ করেন।
পরে রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেইসঙ্গে পোস্ট করেন বিলের ছবিও। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। পাঁচ ক্রিকেটার কোনোভাবে করোনা প্রোটোকল ভেঙেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তার আগে পাঁচজনকে পাঠানো হয়েছে আইসোলেশনে, দলের বাইরে তাদের অনুশীলন করতে হবে আলাদাভাবে। প্রটোকল ভাঙায় তাদের জরিমানাও করা হতে পারে।

বিতর্কের সেখানেই শেষ নয়। সেই বিল দেখে কারও কারও নজরে আসে গরুর মাংস খাওয়ার বিষয়টি। বিলের একটি খাবারে উল্লেখ ছিল ‘স্টেয়ার ফ্রাইড বিফ ভেজিটেবল’। যা দেখে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এজন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘শর্মার ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!’

x

Check Also

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শনিবার বিকেলে

এমএনএ বিনোদন ডেস্ক :  শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। শনিবার (১৬ জানুয়ারি) ...

Scroll Up
%d bloggers like this: