Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / গুগলের নতুন ফিচার জানাবে ব্যক্তিগত তথ্য
ফিচার

গুগলের নতুন ফিচার জানাবে ব্যক্তিগত তথ্য

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ গুগলে যুক্ত হয়েছে একটি নতুন ফিচার। এর সাহায্যে ব্যক্তিগত তথ্যের খোঁজ জানাবে নতুন ফিচার। এই ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে।

যেসব ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার আবেদনও করে দিতে পারবেন।

আগে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেওয়ার জন্য ম্যানুয়ালি আবেদন করতে হতো। যার ফলাফল পেতে অনেক সময় লাগত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকেও আপডেট করেছে গুগল।

এখন কোনো ওয়েবসাইটে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সহজেই আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি গুগলের। প্রতারণার হাত থেকেও নিরাপদ থাকা যাবে।

প্রাথমিকভাবে এই ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। খুব শিগগিরই এটি একাধিক ভাষায় চালু করা হবে।

x

Check Also

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ...