এমএনএ খেলাধুলা ডেস্কঃ বার্সা-রিয়াল দ্বৈরথ মানেই দুই দলের সমর্থকদের কাছে বিশেষ কিছু। পুরোনো হিসাব-নিকাশ পেছনে ফেলে আবারও মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যার অপেক্ষায় প্রহর গোনে ভক্ত-সমর্থকরা।
শুক্রবার (১০ জুন) নতুন এল ক্লাসিকোর তারিখ ঘোষণা করেছে বার্সেলোনা। অফিশিয়াল এক বার্তায় ক্লাবটি জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ২৩ জুলাই মাঠে নামছে তারা। আর ম্যাচটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো মাঠে গড়ানোর অপেক্ষায়। এর আগে ২০১৭ সালে হার্ডরক স্টেডিয়ামের ৬৪ হাজার দর্শককে বিমুগ্ধ করেছিল লা লিগার দুই ক্লাব।
এবার দর্শকসংখ্যাও বাড়ছে। লাস ভেগাসের ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এলিজায়েন্ট স্টেডিয়ামে ঐতিহ্যবাহী দ্বৈরথটি হতে যাচ্ছে। এ ছাড়া লাস ভেগাসে এবারই প্রথমবার খেলতে নামছে বার্সেলোনা।
এদিকে, এল ক্লাসিকোর দ্বৈরথের তিন দিন পর য়্যুভেন্তাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর এই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। দুটি ম্যাচই ফ্রেন্ডলি।
জানা যাচ্ছে, আগামী ৪ জুলাই প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করবে বার্সেলোনা।