Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / চেরনোবিল কর্মীদের শহর স্লাভুটিচ ছেড়ে গেছে রুশ সেনা : মেয়র
ইউরি ফমিচেভ এক ভিডিও বার্তায় এ দা

চেরনোবিল কর্মীদের শহর স্লাভুটিচ ছেড়ে গেছে রুশ সেনা : মেয়র

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আজ সোমবার রাশিয়ান বাহিনী স্লাভুটিচ শহর ছেড়ে চলে গেছে। শহরের মেয়র ইউরি ফমিচেভ এক ভিডিও বার্তায় এ দাবি জানান।উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা ওই শহরে বসবাস করেন।এর আগে, গত শনিবার ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার পাভলিউক রাশিয়ান বাহিনীর স্লাভুটিচ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে জানিয়েছিলেন।

১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। সেখান থেকে ইউরোপের বিশাল একটি অঞ্চলে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। বিপর্যয়ের পর সরিয়ে নেওয়া চেরনোবিল প্ল্যান্টের কর্মীদের জন্য গড়ে তোলা হয়েছিল স্লাভুটিচ শহর। এ শহরে থেকে কর্মীরা এখনও এই প্ল্যান্টের রক্ষণাবেক্ষণের কাজ করেন।

ইউক্রেনে হামলার শুরুর দিকেই রুশ বাহিনী চেরনোবিল দখল করে নেয়।একটি অনলাইন ভিডিও পোস্টে ইউরি বলেন, ‘তারা যে কাজে এসেছিলেন, তা সেরে চলে গেছেন। তারা পুরো শহর নিরীক্ষা করছিলেন। আজ সে কাজ শেষ হওয়ার পর তারা শহর ছেড়ে চলে গেছেন। এ মুহুর্তে শহরে আর কোনো রুশ সেনা নেই।’

বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষনিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।ভিডিওতে ইউরির পেছনে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা দেখা যায়। তিনি জানান তিনি নিজের কাজ করছেন, রুশদের সঙ্গে সহযোগিতা করছেন না। গত সপ্তাহে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর পাভলিউক দাবি করেছিলেন, রাশিয়ান সেনারা মেয়রকে অপহরণ করেছে।

এক মাসেরও বেশি সময় ধরে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ বেশ কিছু ইউক্রেনীয় শহর ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তৈরি হয়েছে এক বড় আকারের মানবতার সংকট এবং ইউক্রেনের মোট জনসংখ্যার ২৫ শতাংশ বা প্রায় ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...