এমএনএ খেলাধূলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের ২য় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুরে আর কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে সফররতরা।
চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশ একাদশে এসেছে কিছুটা পরিবর্তন। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আবু জায়েদ রাহীকে। এছাড়া ইনজুরিতে থাকা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
চট্টগ্রামের মতোই উইকেট স্পিনসহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। তাইতো স্পিননির্ভর বোলিং অ্যাটাক সাজানো হয়েছে এই ম্যাচেও। তাইজুল-মিরাজ-নাঈমরা থাকবেন বোলিংয়ের আক্রমনভাগে। এই টেস্টেও মাত্র একজন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। গেল কয়েকবছরে টেস্ট দলের নিয়মিত মুখ আবু জায়েদ রাহী থাকবেন পেস বোলিংয়ের নেতৃত্বে। এছাড়া সৌম্য সরকারকেও দেখা যেতে পারে হাত ঘুরাতে।
আগের টেস্টে হারায় সিরিজের শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচা-মরার ম্যাচ। তাই তো ঢাকা টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া মুমিনুল হক বাহিনী।