এমএনএ খেলাধূলা ডেস্ক : ঢাকা টেস্টে রাজসিকভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। স্বপ্নের মতো সকাল শুরু যাকে বলে। বাংলাদেশ রোববার মিরপুর টেস্টের চতুর্থ দিনের সকালে যা চেয়েছিল, ঠিক তা-ই হয়েছে। দিনের ১৪ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। আবু জায়েদ শুরুতে জোড়া ধাক্কা দিয়েছেন, তারপর তাইজুল ইসলামের বলে ফিরেছেন জার্মেইন ব্ল্যাকউডও। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছে বাংলাদেশ।
আবু জায়েদের জোড়া শিকারের পর তাইজুল-লিটনের ঝলকে ৭৩ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য বেশ ভালোভাবেই পরিস্থিতি সামলাচ্ছেন এনক্রুমা বোনার ও জশুয়া দা সিলভা। এই দুই ব্যাটসম্যানই টেস্ট সিরিজে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। বোনার ব্যাট করছেন ২৯ রানে। দা সিলভা অপরাজিত ২০ রানে। লাঞ্চ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৯৮, লিড এরই মধ্যে হয়ে গেছে ২১১ রান।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৪০৬ রান। জবাবে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে রেকর্ড টার্গেট দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে ম্যাচ হেরে যায় স্বাগতিকরা। ঢাকা টেস্ট জিতে সিরিজে ভাগ বসাতে চায় বাংলাদেশ।