Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকা মাতাচ্ছেন এ আর রহমান, দেখুন লাইভ
ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমানের কনসার্ট

ঢাকা মাতাচ্ছেন এ আর রহমান, দেখুন লাইভ

এমএনএ বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমানের কনসার্ট।‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শিরোনামে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ‘Bangladesh Cricket : The Tigers’ পেইজে লাইভ দেখা যাচ্ছে।

কনসার্টে বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন এ আর রহমান। গান দুটি বাংলা ও হিন্দি ভাষায় লিখেছেন বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেল। সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান নিজেই। দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটি গাইবেন এ আর রহমান। এর আগে গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে গানটির ভিডিও প্রদর্শিত হয়। একই সঙ্গে ‘আজও শুনি বজ্রধ্বনি’গানটিও গাইবেন পারেন এআর রহমান। এছাড়া এআর রহমান ও তার সঙ্গীরা মিলে ৩ ঘণ্টায় ৩৫টি গান পরিবেশন করবেন।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...