Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / তদারকির প্রভাবে বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম
চাঁদাবাজি

তদারকির প্রভাবে বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্কঃ দেশব্যাপী চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করতে বাজারে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে এর প্রভাবে কমতে শুরু করেছে পণ্যের দাম। আর এতে খুশি ক্রেতারা। তারা বলছেন, কার্যক্রম এভাবে চলমান থাকলে নিত্যপণ্যের দাম অচিরেই চলে আসবে নাগালে।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একইভাবে কেজিতে ৫০ টাকা কমেছে দেশি ও লেয়ারের দাম। পাশাপাশি ডিমেও মিলেছে স্বস্তির আভাস।

এছাড়া কমতির দিকে প্রায় সব ধরনের সবজির দাম। তবে সরবরাহ কম থাকার কারণে বিভিন্ন মাছের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, বর্তমানে প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিপণ্যের দোকান ঘুরেও দেখা গেছে স্বস্তির চিত্র। নেই দামের উত্তাপ।

x

Check Also

জামায়াত ইসলামী

রাষ্ট্র সংস্কারে ১০ প্রস্তাব দিল জামায়াত ইসলামী

এমএনএ রাজনীতি ডেস্কঃ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদনসহ দেশের সব বিষয়ে রাষ্ট্র ...