এমএনএ খেলাধুলা ডেস্কঃ হাতের মুঠোয় ছিল সেমিফাইনাল। সেই সুযোগ ছেড়ে দুর্বল হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে বাংলাদেশ। ছেলেদের এখন বাড়ি ফেরার পালা। ফেরার আগে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার (২৫ জুন) বোলাররা মাত্র ১১৫ রানে থামিয়ে দেয় আফগানিস্তানের ইনিংস। রান তাড়ায় ১২.১ ওভারের জয় বাংলাদেশকে তুলে দিত সেমিফাইনালে। এই সমীকরণ মেলাতে গিয়ে জয় তো দূরের কথা; উল্টো হেরে বসেছে টিম টাইগার্স। ব্যর্থতায় দায় পুরোপুরি ব্যাটিং ইউনিটের। দোষ মেনে নিয়েছেন শান্ত।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপের এই জার্নি নিয়ে যা বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সর্বদা আমাদের সমর্থন জানান, তাদের মাথা নত করেছি আমরা। আমি দলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইছি। আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। আমি দুঃখিত।’