Don't Miss
Home / হোম স্লাইডার / দেশে সারের কোনো সংকট নেই, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই এবং তার দায়িত্বে থাকার সময় সারের দাম বাড়বে না। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন সার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হচ্ছে।” কৃষি উপদেষ্টা জানান, সারের জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে এবং ডিলার ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আসছে।

তিনি আশ্বস্ত করে বলেন, “গ্যাস সংকটের কারণে সারের উৎপাদনে কোনো সমস্যা হবে না।” পাশাপাশি জানান, সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে।

আলুর প্রসঙ্গে তিনি বলেন, “চলতি বছর আলু উৎপাদন বেশি হলেও কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেন না। কৃষকের স্বার্থে আলুর দাম কিছুটা বাড়ানো দরকার।”

অন্যদিকে, কৃষি পণ্যের রপ্তানি বিষয়ে তিনি জানান, এবারই প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করা হয়েছে এবং আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...