Don't Miss
Home / হোম স্লাইডার / ‘নতুন বিপিএল’ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
ক্রীড়া উপদেষ্টা

‘নতুন বিপিএল’ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে। নতুন আমেজে নতুন প্রেক্ষাপটে এবার হবে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বল। সোমবার বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মিরপুরে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে সন্ধ্যায় মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা।

উদ্বোধন ঘোষণা করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

নতুন প্রেক্ষাপটে বিপিএলে কিছু পরিবর্তন, সংযোজনও করেছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টা এনিয়ে আজ বলেন, ‘এবার বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

বিপিএল ফেস্টে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তিনি বলেন, ‘আজ মিউজিক ফেস্ট শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।’

বিপিএলের এই মিউজিক ফেস্ট মাতাবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গে থাকছে দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও। রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। গত শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ অনুমোদন করা হয়।

ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...