এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শামীমকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবীতে ফুঁসে উঠেছে ছাত্রীর সহপাঠী ও এলাকাবাসী।
২০ জুলাই(বুধবার) শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও এর সাথে একাত্নতা পোষণ করে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় এক শান্তিপূর্ণ মানব বন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে স্কুল, কলেজের শিক্ষার্থী ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা প্রশাসনের কাছে এই দাবী জানান ধর্ষক’কে আইনের আওতায় এনে অনতিবিলম্বে ফাঁসির দেওয়া হোক।
এসময় শিক্ষাথীরা প্ল্যাকাডে ধর্ষকের শাস্তি ও সমাজে মেয়েদের নিরাপত্তা প্রদানের দাবী সম্বলিত বিভিন্ন লিখা প্রদর্শন করেন।
ধর্ষিতা ও কিশোরীর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষক শামিম শ্যামগ্রাম বাজারে একজন সবজি ব্যবসায়ী। কুসুম বেগম তার কাছ থেকে প্রায়ই সবজি ক্রয় করতেন সেই সুবাদে সু-সর্ম্পক গড়ে উঠে এবং ধর্মীয় ভাই বোন হিসাবে বাড়িতে যাতায়ত করত। সেই সুত্রে ওই ছাত্রীকে ভাগনি হিসাবে সম্মোধণ করত।গত ৭ জুলাই ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জরুরী কথা আছে বলে ভাগনি কে ডেকে বাজারের একটি মিষ্টির দোকানের ফাঁকা ষ্টোর রুমে তাকে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ ঘটনা কাউকে জানালে তার বড় ধরণের ক্ষতি হবে হুমকি দিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেয়। লোকলজ্জা ও ক্ষতির ভয়ে ধর্ষিতা ওই ছাত্রী কাউকে কিছু জানায়নি। নারী লোভী ওই পাতানো মামা তাকে আবারো শারিরিক সর্ম্পক করতে চাপ দিলে মেয়ে তার মাকে বিষয়টি খুলে বলে।
এসময় শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইমন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: শওকত ইসলাম ইমতিয়াজ,সভাপতি পদপ্রার্থী কামরুল ইসলাম
সাধারণ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন স্কুল শিক্ষার্থী সাজ্জাদ,আমিরা,ঝিমি ও কলেজ শিক্ষার্থী মো: শরীফ,আশিকুর রহমান,মো: অলি ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও সামাজিক সংগঠনে গ্রীন আমির সভাপতি প্রীতম আহমেদ ও সজীব চৌধুরী বক্তব্য রাখেন।
– মোঃ শাহীন মিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি