এমএনএ সংবাদ ডেস্ক : নরসিংদীর বেলাবোতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকেলে নরসিংদী ও ভৈরবের সমীন্তবর্তী দরিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচরে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই মারা যান চার জন। আহত একজনকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, নোয়াখালী ও ভোলায় প্রাণ গেছে চারজনের।