Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / নারীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকারঃ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
নারী

নারীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকারঃ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, উন্নয়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন আইন, পলিসি ও স্ট্রাটেজি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউএন উইমেন বাংলাদেশ আয়োজিত ৬৭তম কমিশন অন দ্য স্টাটাস অব উইমেনের অধিবেশন উপলক্ষে কন্সাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রিরিপ্রেজেন্টিভ গীতাঞ্জলী সিং। এসময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন রোকেয়া কবীর, রঞ্জন চন্দ্র কর্মকার, শিপা হাফিজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

কন্সাল্টেশন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টস, সিভিল সোসাইটি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ দলগত কাজের মাধ্যমে ৬৭তম কমিশন অন দ্য স্টাটাস অব উইমেনের এগ্রিড কনক্লুশনের ওপর প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা, গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি হস্থান্তর ও সাইবার নিরাপত্তা বিষয়ে নারীদের অগ্রাধিকার প্রদানের বিষয়ে মতামত তুলে ধরে।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...