Don't Miss
Home / রাজনীতি / নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবেঃ নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবেঃ নাহিদ ইসলাম

এমএনএ রাজনীতি ডেস্কঃ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাহিদ ইসলাম। তিনি বলেন, এজন্য শুধু এনসিপি নয় প্রত্যেকটা রাজনৈতিক দল ও সরকারকে চেষ্টা করতে হবে। শুক্রবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চলমান নারীদের প্রতি যে সহিংসতার ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে, ধর্ষণের ঘটনা ঘটছে, ইভটিজিং এর ঘটনা ঘটছে। আমরা সে সকল ঘটনার তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আমরা অনর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যেন নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। নারী নিপীড়নকারীদের যেন যথাযথ বিচারের আওতায় আনা হয়।

রয়টার্সেরর ইন্টার্ভিউ নিয়ে তিনি বলেন, এখানে কিছু মিস কোট হয়েছে, কিন্তু ভুল অনুবাদ হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক কথাটা এভাবে বলি নাই। আমি বলেছিলাম, এখন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পুলিশ যেমন নাজুক অবস্থায় আছে, এমন নাজুক অবস্থায় নির্বাচন করাটা কঠিন হবে।

এবং এই পুলিশ প্রসাশনের একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরিক্ষা করা হয় নাই দীর্ঘদিন ধরে। সেই যায়গা থেকে আমি বলেছি আমাদের নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনের আগে এই পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা যে পরিস্থিতি আছে সেটা উন্নত করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ও সামাজিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...