এমএনএ বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার শুনানি ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করতে একটি রুল জারি করেছেন আদালত।পরীমনির করা মাদক মামলার বিচার কার্যক্রম বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করবে।আবেদনের ভার্চুয়াল শুনানিতে পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মিজানুর রহমান।