Don't Miss
Home / হোম স্লাইডার / প্রথন দিন না বাংলাদেশের, না নিউজিল্যান্ডের!
এক উইকেট হারালেও স্কোর

প্রথন দিন না বাংলাদেশের, না নিউজিল্যান্ডের!

এমএনএ খেলাধুলা ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে ছিল সবুজের ছোঁয়া। সে সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং বেছে নিল বাংলাদেশ। প্রথম ঘণ্টায় সুবিধা কাজেও লাগাতে পেরেছেন বাংলাদেশি পেসাররা।

কিন্তু, এরপরই ডেভন কনওয়ের ব্যাটিংয়ে পথ হারায় বাংলাদেশ। উইকেটে থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে, দিনের শেষ পর্যন্ত তাঁকে স্থায়ী হতে দেয়নি সফরকারীরা। শেষ সেশনে কনওয়ে, রস টেইলর ও টম ব্লান্ডেলকে ফিরিয়ে ভালো লড়াই করেছে মুমিনুল হকের দল।

শনিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে স্কোরবোর্ডে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। দিন শেষে ৩২ রানে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস। আর, শেষ দিকে ১১ রান করে ফিরেছিলেন ব্লান্ডেল।

মাউন্ট মঙ্গানুইয়েতে ইনিংসের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ফিরিয়ে দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে। কিন্তু, প্রথম সেশনে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম সেশনেই প্রতিরোধ গড়ে তোলে নিউজিল্যান্ড।

দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছিল কিউইরা। কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টম ল্যাথামকে টিকতে দেননি পেসার ফেরান শরিফুল। বাংলাদেশি পেসারের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন লিটন। ১৪ বলে ১ রান করেন ল্যাথাম।

ল্যাথাম ফেরানোর পাশাপাশি শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম ৮ ওভারে স্রেফ দুই রান দেয় বাংলাদেশ। তা ছাড়া প্রথম ঘণ্টাতেও মাত্র ১৫ রান দেয় বাংলাদেশ।

তবে, ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে রানার গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪৮.৩ তম ওভারে ইয়ংয়ের রান আউটে ভাঙে ওই জুটি। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং। মূলত নিজের ভুলেই আউট হন ইয়ং। দ্বিতীয় সেশনে দ্রুত রান নিতে যান তিনি। কিন্তু, অপরাপ্রান্তে থাকা কনওয়ের সাড়া পাননি। পরে ফেরার চেষ্টায় ব্যর্থ হন। নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে বেলস ভাঙেন উইকেটকিপার লিটন।

উইল ইয়ংয়ের বিদায়ের পর আরেকটি বড় জুটি গড়ার চেষ্টা করে নিউজিল্যান্ড। সে লক্ষ্যেই এগিয়ে যান দুই ব্যাটার- ডেভন কনওয়ে ও রস টেইলর। তার মধ্যেই সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেইলরও। কিন্তু, থিতু হতে পারেননি। টেইলরের প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। ৩১ রানে বিদায় করেন টেইলরকে। তাঁর বিদায়ে ভাঙে ১০৯ বলে ৫০ রানের জুটি।

টেইলরের পর ভয়ংকর হয়ে ওঠা কনওয়ের প্রতিরোধ ভাঙেন মুমিনুল হক। মুমিনুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। ফেরার আগে ২২৭ বলে খেলেন ১২২ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায়। কনওয়ের বিদায়ের পর দিনের বাকি অংশ হেনরি নিকোলসের ব্যাটে পার করে দেয় নিউজিল্যান্ড।

প্রথম দিনে বল হাতে বাংলাদেশের হয়ে ৫৩ রান দিয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া ৫ রান খরচায় একটি উইকেট নিয়েছেন মুমিনুল হক। ইবাদত হোসেনও নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৮৭.৩ ওভারে ২৫৮ (ল্যাথাম ১, ইয়ং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৩২* ও টম ব্লান্ডেল ১১; তাসকিন ২০-৫-৬১-০, মুমিনুল ৩-০-৫-০, শরিফুল ২০-০-৫৩-২, মিরাজ ২৭-৭-৭২-০, নাজমুল ২-০-০-১০, ইবাদত ১৫.৩-৩-৫৩-১)।

x

Check Also

কোর্সে ভর্তিতে

২০২২ সালের বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বিএড, বিপিএড, এমএডসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন মাস্টার্স কোর্সে ...

Scroll Up