Don't Miss
Home / হোম স্লাইডার / প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে
উচ্চমাধ্যমিক পর্যায়ের

প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : দীর্ঘ দেড় বছর পরে আজ রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে গিয়ে দেখা যায় দীর্ঘ দিন পর স্কুল খোলায় শিক্ষার্থীদের বরণ করে নেয়া হচ্ছে। গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছেন শিক্ষকরা। এছাড়া স্বাস্থ্য বিধি মানতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে যাদের শরীরে তাপমাত্রা অতিরিক্ত রয়েছে তাদেরকে বাসায় ফিরত পাঠানো হচ্ছে। যেসকল শিক্ষার্থীদের মাস্ক নেই তাদের জন্য মাস্কের ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শিফটিং পদ্ধতিতে শিক্ষার্থীরা স্কুলে আসছেন। কিছু প্রতিষ্ঠানে দেখা যায় স্কুলে প্রবেশ ও বের হওয়ার জন্য ভিন্ন ভিন্ন গেইট ব্যবহার করা হচ্ছে। রাজধানীর এ কে স্কুল এ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ করছেন। এসময় তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এখানেও শিফটিং পদ্ধতিতে শিক্ষার্থীরা আসছেন।

শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, যে সকল ক্লাসে অতিরিক্ত শিক্ষার্থী রয়েছে তাদের জন্যও ভিন্ন ভিন্ন ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের অবিভাবকরা জানান, দীর্ঘ দিন পর হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় তাদের কাছে আনন্দ লাগছে। ছেলে মেয়েদের শিক্ষাঙ্গনে নিয়ে আসাতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অনলাইনে ক্লাস হলেও তাদের ছেলে মেয়েরা শিক্ষায় মনোযোগী ছিলেন না। এখন স্কুল কলেজ খোলায় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

এদিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসছে দেখে আনন্দিত শিক্ষকরা। শিক্ষকরা জানান, দীর্ঘ দিন পরে প্রতিষ্ঠানে স্কুলে একটি উৎসব মুখর পরিবেশ পেয়েছি। স্কুল যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। অনলাইনে ক্লাস নিলেও শিক্ষার্থীদের আমরা কাছে পাইনি, দীর্ঘ দিন পরে শিক্ষার্থীদের পেয়ে আমরা আবেগে আপ্লূত। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা আয়োজনের কথা থাকলেও এখনো তা সম্ভব হয়নি। এছাড়া অন্যান্য পাবলিক পরীক্ষারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনা করে আজ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

x

Check Also

আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পুনঃতপশিল তিনবারের বেশি নয়

এমএনএ অর্থনীতি ডেস্ক : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এখন থেকে তিনবারের বেশি কোনো ঋণ পুনঃ ...

Scroll Up