Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম
বন্ধ

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সাময়িক সার্ভার ত্রুটির পর আবারও সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করছেন।

জাকিয়া নামের একজন লিখেন, ‘কেমন ছিলেন সবাই? চিল গাইজ’

গণমাধ্যম কর্মী ফরহাদ শিকদার লিখেন, ‘তারপর বলেন হঠাৎ ফেসবুক লগআউট হওয়াতে কার অনুভূতি কি? কে কয়বার ফোন restart দিলেন।’

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্যঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ নিজেদের ‘রাজাকার’ বলে স্লোগান দেওয়া কোটা আন্দোলনকারীরা একাত্তরের গণহত্যা, মা-বোনের ওপর পাশবিক ...