Don't Miss
Home / হোম স্লাইডার / ফের অনুদানের সিনেমায় স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া

ফের অনুদানের সিনেমায় স্পর্শিয়া

এমএনএ বিনোদন ডেস্ক : শোবিজের প্রিয়মুখ অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দাকে বিদায় জানিয়ে ব্যস্ত হয়েছেন বড়পর্দায়। একের পর এক সিনেমা করছেন তিনি। নতুন আরও একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।সিনেমার নাম ‘ক্ষমা নেই’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হবে এটি। নির্মাণ করবেন জেড এইচ মিন্টু। এটি হতে যাচ্ছে স্পর্শিয়ার ১১তম সিনেমা।কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এ প্রসঙ্গে সময় নিউজকে তিনি বলেন, ‘আবারও মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আমার সঙ্গে থিয়েটারের অনেক সহশিল্পী থাকছেন। নভেম্বর মাসে শুটিং যাওয়ার পরিকল্পনা আছে।’

এর আগে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন স্পর্শিয়া। এটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। নায়ক নিরবের সঙ্গে এ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এরই মধ্যে সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি। রাজবাড়ির বিভিন্ন লোকেশনে গত ২ মার্চ থেকে শুরু হয়েছিল এ সিনেমার চিত্রায়ণ।এদিকে গত আগস্ট মাসে একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘জলকিরণ’ ও ‘রক্ত ময়ূর’ সিনেমা দুটিতে অভিনয় করবেন তিনি। এগুলো পরিচালনা করবেন এইচ আর হাবিব। সবকিছু ঠিক থাকলে সিনেমা দুটি হবে স্পর্শিয়ার নবম ও দশম সিনেমা।

নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেত্রী। লিখেছেন, ২০২২ সালে শুরু হবে সিনেমা দুটির চিত্রায়ণ। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমা দুটিতে। ‘রক্ত ময়ূর’ প্রযোজনা করছে কমন হোম এটাচার এবং ‘জলকিরণ’ প্রযোজনা করছে কে এফ বেঙ্গল আর ডি।জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘সায়েন্স ফিকশনধর্মী সিনেমা জলকিরণ। এতে আমার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব। মানুষের প্রথম প্রয়োজন খাদ্য। সমাজ, সংস্কৃতি মানুষের প্রথম প্রয়োজন নিশ্চিত করে। একদল বিজ্ঞানী খাদ্যের বিকল্প আবিষ্কার করে। প্রথাগত সামাজিক ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেয়। উন্মোচন হয় শান্তির নতুন দিগন্ত।’অন্যদিকে, অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে ‘রক্ত ময়ূর’। সিনেমাটি প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘লুকিয়ে থাকা একটি দেশবিরোধী চক্র দেশচেতনাকে ধ্বংস করে দিতে চায়। তাদের মুখোশ উন্মোচন করতে নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সত্যের

x

Check Also

আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পুনঃতপশিল তিনবারের বেশি নয়

এমএনএ অর্থনীতি ডেস্ক : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এখন থেকে তিনবারের বেশি কোনো ঋণ পুনঃ ...

Scroll Up